
৳ ৩৫০ ৳ ২৯৭
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত ছাড়





একাত্তরের মুক্তিযুদ্ধে কিংবদন্তিসম খ্যাতি অর্জনকারী। বীরযােদ্ধা শাফায়াত জামিল, লড়াইয়ের ময়দানে। অকতােভয় যে মানুষটি বাস্তবজীবনে পরম মিতবাক ও নিভৃতচারী। তদুপরি স্বাধীনতা-পরবর্তীকালে । ষড়যন্ত্রকারীদের পুনরুত্থান, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড এবং নভেম্বরের প্রতিবিপ্লবী চক্রান্তে চার জাতীয় নেতা ও অগ্রণী মক্তিযােদ্ধাদের হত্যায় ব্যথিতচিত্তে তিনি নিজেকে। গুটিয়ে নিয়েছিলেন আরাে বেশি। অথচ একাত্তরে। মুক্তিযুদ্ধের একেবারে সুচনাকালে তার নেতৃত্বেই । ঘটেছিল বেঙ্গল রেজিমেন্টের প্রায় পাঁচশ’ সৈনিকের। বিদ্রোহ, প্রাথমিক প্রতিরােধের সেটা ছিল গৌরবােজ্জ্বল। অধ্যায়। এরপর রংপুর ও সিলেটের বিভিন্ন রণাঙ্গনে। শত্রুর ত্রাস হয়ে বহু অপারেশনে নেতৃত্ব দিয়েছেন। শাফায়াত জামিল, জীবন-মৃত্যু পায়ের ভৃত্য করে । স্বদেশের মুক্তির জন্য যে মরণখেলায় মেতেছিলেন তার। শেষ পর্যায়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। চারিত্রিক দৃঢ়তা ও আত্মত্যাগী মনােভাব দ্বারা যুদ্ধক্ষেত্রে তিনি অনুপ্রাণিত করেছেন অগণিত সহযােদ্ধাদের এবং । হয়ে উঠেছেন একাত্তরের বাঙালির বীরগাথার অন্যতম রূপকার। দীর্ঘ পঁচিশ বছর পর তিনি বাঙ্ময় হয়ে বলেছেন মুক্তিযুদ্ধের কথা, তরুণ সাংবাদিক সুমন : - কায়সারের সহযােগে তিনি মেলে ধরেছেন রণাঙ্গনের । অগ্নিঝরা স্মৃতি । সেই সঙ্গে যােগ করেছেন পঁচাত্তরের। নির্মম নিষ্ঠুর হত্যালীলার বিবরণ, যে ঘটনাধারা অত্যন্ত । কাছ থেকে প্রত্যক্ষ করেছেন তিনি। সব মিলিয়ে। শাফায়াত জামিলের গ্রন্থ হয়ে উঠেছে আমাদের।
ইতিহাসের অনন্য ও অপরিহার্য সংযােজন ।।
Title | : | একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর |
Author | : | কর্নেল শাফায়াত জামিল (অব.) |
Publisher | : | সাহিত্য প্রকাশ |
ISBN | : | 9847012403655 |
Edition | : | 8th Print, 2021 |
Number of Pages | : | 151 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
বীর মুক্তিযাদ্ধো কর্নেল (অব.) শাফায়াত জামিল বীর বিক্রম ১৯৪০ সালের ১ মার্চ অখণ্ড ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জে (বর্তমানে জামালপুর জেলা) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিচার বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান মোহাম্মদ কলিমুল্লাহ ও লায়লা জোহরা বেগমের ৭ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। শাফায়াত জামিলের শিক্ষা জীবনের সূচনা হয় বরিশালের ব্রজমাহোন স্কুলে। পিতার বদলী চাকরি সূত্রে তার শৈশব-কৈশোরে কাটে দেশের কয়েকটি জেলায়। ফলে ঢাকা কলেজিয়েট এবং হবিগঞ্জ গভঃ হাইস্কুলে কাটে তার মাধ্যমিক শিক্ষা জীবন। হবিগঞ্জ গভঃ হাইস্কুল থেকে ১৯৫৭ সালে প্রথম বিভাগে মেট্রিক পাস করে ঢাকা কলেজে আই এ ভর্তি হন। এখান থেকেই ১৯৫৯ সালে আই এ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন। অনার্স তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালেই তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং কাকুল মিলিটারী একোডেমীতে দীর্ঘ প্রশিক্ষণ শেষে ১৯৬৪ সালের ১৯ এপ্রিল কমিশন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কমিশন লাভের সঙ্গে সঙ্গে তাকে পোস্টিং করা হয় কুমিল্লায়। চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে। দীর্ঘ কর্মজীবনে তিনি ৬৫ সালের যুদ্ধে অংশগ্রহণ ও পাকিস্তানের ডেরা ইসলমাইল খানস্থ মিলিটারী পুলিশ (এমপি) একাডেমীর ইস্ট্রাকটরের দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৭০ সালে তিনি মেজর পদে উন্নীত হন এবং পুনরায় চতুর্থ বেঙ্গল রেজিমেন্টে পােস্টিং পান। ১৯৭১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় এই রেজিমেন্টে দায়িত্ব পালনরত অবস্থাতেই তিনি তার অধীনস্থ বাঙালি সৈনিকদের নিয়ে হানাদার পাকিস্তানী সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। দীর্ঘ ন'মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এ অকুতোভয় বীর বহু অপারেশনে নেতৃত্ব দেন। এক পর্যায়ে ৭১-এর ২৮ নভেম্বর সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ছোটখেল-অপারেশনে শত্রুর গোলার আঘাতে গুরুতর আহত হন। উল্লেখ্য, ৭১-এর মে মাসের মাঝামাঝি তিনি তৃতীয় বেঙ্গলের অধিনায়কত্ব লাভ করেন এবং এই রেজিমেন্টকে তিনি পুনর্গঠিত করেন। স্বাধীনতার পর এই বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম খেতাবে ভূষিত হন এবং লে. কর্নেল পদে উন্নীত হন। ১৯৭৪ সালে কর্নেল পদে উন্নীত হয়ে পর্যায়ক্রমে রংপুর ব্রিগেড এবং ঢাকায় ৪৬ পদাতিক ব্রিগেডের অধিনায়কের গুরুদায়িত্ব লাভ করেন। ৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে খুনী মোশতাক সরকারকে উৎখাতের অভ্যুত্থানে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। এই অভ্যুত্থানের দায়ে ৭৬-এর ৭ মার্চ জিয়া সরকার তাকে এক সামরিক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করলে চাকরিচ্যুত হন। অত্যন্ত দৃঢ়চেতা, আপোষহীন এই যোদ্ধা ব্যক্তিগত জীবনে তিন পুত্র সন্তানের জনক।
If you found any incorrect information please report us